ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোবারককে সঠিক সিদ্ধান্ত নিতে হবে: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১১
মোবারককে সঠিক সিদ্ধান্ত নিতে হবে: ওবামা

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার হোসনি মোবারকের পদত্যাগের বিষয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়ে বলেছেন, একজন অহংকারী দেশপ্রেমিক সব সময়ই জনগণের কথা শোনেন ও সঠিক সিদ্ধান্ত নেন। খবর এএফপির।



এদিকে, ওবামা পদত্যাগের বিষয়ে মোবারককে সুনির্দিষ্টভাবে কিছু না বললেও তিনি আরবের এই শক্তিশালী নেতাকে তার শাসনের শেষাবস্থা সম্পর্কে বুঝতে বলেন। এছাড়াও গণআন্দোলনের মুখে তার অবস্থানের পুনর্বিবেচনা করতে বলেন। তবে ভবিষ্যতে যাতে মার্কিন-বিরোধি মনোভাবের সম্মুখীন হতে না হয় সে বিষয়ে হোয়াইট হাউস সচেতন।

ওবামা বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট মোবারক তার দেশের বিষয়ে ভাববেন। তিনি মর্যাদাবান, একজন দেশপ্রেমিকও। আমি তাকে তার সরকারের সবার সঙ্গে আলোচনা করার পরামর্শ দিচ্ছি। মিশরের জনগণ কি বলছে সেটা তার শোনা প্রয়োজন। সামনে এগুনোর জন্য তাকে একটি সঠিক পথ দেখতে হবে যা অর্থপূর্ণ এবং আন্তরিক। ’

তিনি আরও বলেন, ‘আমি আশা করছি তিনি সঠিক সিদ্ধান্তই নিবেন। ’

মিশরে টানা ১২ দিনব্যাপী সরকার বিরোধী বিক্ষোভ চলছে। দেশটির প্রেসিডেন্ট হোসনি মোবারক বলেছেন, তিনি পরবর্তী নির্বাচনে অংশ না নিলেও দেশে নৈরাজ্যের আশংকায় এখনই ক্ষমতা ছাড়বেন না। তার দ্রুত পদত্যাগ নিয়ে মিশরের প্রায় দশ লাখ বিক্ষোভকারী শুক্রবার মোবারকের ‘প্রস্থান দিবস’ পালন করে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।