ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেন এতো হারছি, প্রশ্ন রাহুলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
কেন এতো হারছি, প্রশ্ন রাহুলের রাহুল গান্ধী

ঢাকা: জাতীয় নির্বাচনের পর মহারাষ্ট্র-হরিয়ানার মতো রাজ্যের বিধানসভা নির্বাচনেও নাকাল হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কিন্তু কী কারণে এভাবে হেরে চলেছে ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দলটি?

এমন প্রশ্ন দলের শীর্ষ নেতাদের কাছে করেছেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী।



বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় প্রায় চার ঘণ্টা দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকে দলের উপর্যুপরি পরাজয়ের বিষয়ে আলোচনা করেন রাহুল।

বৈঠক সূত্র জানায়, ৫ মাস আগের জাতীয় নির্বাচনের পর সম্প্রতি কংগ্রেসের ঘাঁটি খ্যাত মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনেও কেন দলটি হারলো এ বিষয়ে শীর্ষ নেতাদের কাছে জানতে চান রাহুল। একইসঙ্গে পরাজয়ের গোলক থেকে বেরিয়ে আসার পরামর্শও চান তিনি।

দলের ভবিষ্যৎ কাণ্ডারির কাছে জ্যেষ্ঠ নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধারাবাহিক পরাজয়ের জন্য অভ্যন্তরীণ কোন্দল দায়ী। তাছাড়া, জনগণ প্রভাবশালী নেতাই পছন্দ করেন। কংগ্রেস বর্তমানে এ অভাববোধ করছে।

একইসঙ্গে সমর্থক ও জনসাধারণকে দলের প্রতি আকৃষ্ট করতে কর্মীরা ব্যর্থ হওয়ার কারণেও পরাজয়ের বৃত্ত থেকে কংগ্রেস বেরিয়ে আসতে পারছে না বলে জানান জ্যেষ্ঠ নেতারা।

দলের জ্যেষ্ঠ নেতারা পরামর্শ দিয়ে বলেন, আমাদের উচিত এমন সমর্থককে দলের প্রতি আকৃষ্ট করা যিনি কেবল কংগ্রেসের মূলনীতি বিশ্বাসই করবেন না, তা বুঝে শুনে মনেপ্রাণে ধারণও করবেন। তাতে তিনি অন্যকেও বোঝাতে পারবেন এবং দলের শক্তিও বাড়াতে পারবেন।

গুরুত্বপূর্ণ এ সভায় ক্যাডারভিত্তিক  দল গঠন এবং দলের সদস্যদের কাঠামোবদ্ধ প্রশিক্ষণের বিষয়েও মতামত ব্যক্ত করেন জ্যেষ্ঠ নেতারা।

বৈঠকে অংশ নেন গোলাম নবী আজাদ, অম্বিকা সোনি, মনি শংকর আয়ার ও জয়পাল রেড্ডি প্রমুখ। রাহুল টিমের হয়ে উপস্থিত ছিলেন জয়রাম রমেশ, শচীন পাইলট ও মীনাক্ষী নটরঞ্জন।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।