ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ব নতুন স্নায়ু যুদ্ধের দ্বারপ্রান্তে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
বিশ্ব নতুন স্নায়ু যুদ্ধের দ্বারপ্রান্তে

ঢাকা: বিশ্ব নতুন করে স্নায়ু যুদ্ধের প্রান্ত সীমায় এসে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন সাবেক সোভিয়েত ইউনিয়ন নেতা মিখাইল গর্বাচেভ।

রোববার বার্লিন দেওয়াল পতনের ২৫তম বর্ষপূতির এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

খবর: বিবিসির।

এজন্য রাশিয়ার সঙ্গে সংলাপের মাধ্যমে বিশ্বাস পুনঃস্থাপন করা উচিত বলেও মন্তব্য করেন এক সময়ের শীর্ষ ক্ষমতাধর এ নেতা।

এ সময় তিনি সাম্প্রতিককালের মধ্য-পূর্ব ও ইউরোপীয় অঞ্চলের দেশগুলোর দ্বন্দ্বের বিপদ সম্পর্কেও তার অভিব্যক্তি প্রকাশ করেন।

তিনি বলেন, পশ্চিমা ও রাশিযার মধ্যে ইউক্রেন নিয়ে উত্তেজনার মাত্রা বৃদ্ধি পাচ্ছে। যা এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল।

এ পর্যন্ত ইউক্রেনের সামরিক বাহিনীর সঙ্গে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে ৪ হাজারের বেশি লোক নিহত হয়েছেন। যারা গত এপ্রিল থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক ও লুহানস্ক এলাকা নিয়ন্ত্রণ করছে।

যদিও এ অঞ্চলে গত সেপ্টেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, কিন্তু গত সপ্তাহের রাশিয়াপন্থি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এসব অঞ্চলে অনুষ্ঠিত নির্বাচন পূর্ণমাত্রায় যুদ্ধ উৎসাহিত করবে।

বিশ্লেষকেদের ধারণা, পেরস্ত্রয়কা নীতির প্রবর্তক মিখাইল গর্বাচেভ এসব কারণেই ফের স্নায়ু যুদ্ধের আশঙ্কা করছেন।

বাংলাদেশ সময়: ০৭০৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।