ঢাকা: এক ঘণ্টায় দুইশ’ কোটি ডলারের পণ্য বিক্রির রেকর্ড করলো চীনের অনলাইনভিত্তিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আলিবাবা।
মঙ্গলবার ‘সিংগেলস ডে’র উপলক্ষ্যে বিক্রি শুরুর প্রথম ঘণ্টাতেই দুইশ’ কোটি ডলারের বিক্রয় অর্ডার গ্রহণ করে আলিবাবা।
‘সিংগেলস ডে’কে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন খুচরা কেনাকাটার উৎসবের দিন হিসেবে বিবেচনা করা হয়। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সাইবার মানডে’ কিংবা ‘থ্যাংকস গিভিং ডে’র পরের দিনের বিক্রির সঙ্গে তুলনা করা হয়।
দিনটিতে কেনাকাটা উপলক্ষ্যে বিশাল ডিসকাউন্ট দিয়ে আগে থেকেই বেশি বিক্রির ধারণা করেছিলো আলিবাবা।
২০০৯ সাল থেকে চীনে ‘সিংগেলস ডে’তে পণ্য বিক্রির ক্ষেত্রে বিশাল ডিসকাউন্ট ও অন্যান্য সুযোগ সুবিধা দিতে শুরু করে অালিবাবা। তবে ১৯৯৩ সালে প্রথম দিনটিকে ‘সিংগেলস ডে’ হিসেবে পালন করে চীনের নানজিয়াং বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ভ্যালেন্টাইনস ডে’র প্রতিক্রিয়ায় ১১ নভেম্বরকে একাকী ও নিঃসঙ্গ মানুষের কেনাকাটার দিন হিসেবে ঘোষণা দেয় তারা।
অনলাইনে খুচরা পণ্য কেনাকাটার বিষয়টি চীনে ব্যাপকভাবে জনপ্রিয়। ধারণা করা হচ্ছে পরবর্তী বছর অনলাইনে কেনাকাটার পরিমাণ চীনে আরও ২৫ শতাংশ বাড়বে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪