ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রুশ-ইরান সমঝোতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
আণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রুশ-ইরান সমঝোতা ছবি: সংগৃহীত

ঢাকা: আণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সংক্রান্ত কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে রাশিয়া ও ইরান।

মঙ্গলবার (১১ নভেম্বর) মস্কোতে রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক শক্তি কর্পোরেশন রসএটমের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।



সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন রসএটমের প্রধান নির্বাহী সের্গেই কিরিয়েনকা ও ইরানের ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী।

সমঝোতা স্মারকে রুশ ভিভিইআর প্রযুক্তি ব্যবহার করে বুশেহর আণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় আরো চারটিসহ ইরানে মোট ৮টি আণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপনে উভয় দেশের সহযোগিতার কথা বলা হয়েছে।

নতুন বিদ্যুৎ ইউনিটগুলোর সফল নির্মাণ কাজ, পরিচালনা ও ডিকমিশনিংয়ের ক্ষেত্রে ইরানি প্রতিষ্ঠানগুলোর সম্ভাব্য সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে উভয়পক্ষ সম্মত হয়।

সমঝোতা স্মারকের অংশ হিসেবে তাৎক্ষণিকভাবে ইরানের বুশেহর দুই প্রকল্পে দুটি আণবিক বিদ্যুৎ ইউনিট স্থাপন সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন রসএটমের অঙ্গপ্রতিষ্ঠান এনআইএইপি-এএসই ও ইরানের আণবিক শক্তি উৎপাদন ও উন্নয়নের (এনপিপিডি) প্রধান নির্বাহীবৃন্দ।

নির্মিতব্য ৮টি বিদ্যুৎ ইউনিটের আণবিক জ্বালানি সরবরাহ করবে রাশিয়া। এছাড়া ব্যবহৃত জ্বালানি রাশিয়ায় ফেরত নিয়ে যাওয়া হবে বলেও উল্লেখ রয়েছে স্মারকে।

আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সি (আইএইএ)-এর তত্ত্বাবধানে আণবিক বিদ্যুৎ ইউনিটগুলোর নির্মাণ, সরঞ্জাম ও জ্বালানি সরবরাহ করা হবে এবং আণবিক শক্তির বিস্তাররোধ সংক্রান্ত আইন মেনে চলার অঙ্গীকার রয়েছে স্বাক্ষরিত স্মারকে।

স্মারকে বলা হয়, রাশিয়া ইরানের আণবিক শক্তি বিশেষজ্ঞদের প্রয়োজনীয় প্রশিক্ষণও প্রদান করবে। আণবিক জ্বালানি সাইকেল ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় উভয়পক্ষ সহযোগিতা করবে। ইরানে আণবিক জ্বালানি রডের প্রস্তুত সম্ভাবনাও খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।