ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তান সফরে আফগান প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
পাকিস্তান সফরে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি

ঢাকা: আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দুই দিনের সফরে পাকিস্তানে পৌঁছেছেন। শুক্রবার তিনি পাকিস্তানের নুর খান এয়ারবাইসে পৌঁছান।

সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা শর্টাজ আজিজ।

গনির সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল আছেন। সেখানে ঠাঁই পেয়েছেন আফগান ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রী, দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা।

আজ গনির পাক প্রধানমন্ত্রী মামনুন হুসাইনের সঙ্গে সাক্ষাতৎ করবেন। আগামীকাল তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করবেন।

সেপ্টেস্বরে ক্ষমতায় বসে প্রেসিডেন্ট গনির এটি তৃতীয় বিদেশ সফর। এর আগে তিনি সৌদি আরব ও চীন সফর করেন।

গনির সফরকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সীমান্তে জঙ্গি তৎপরতা ও হামলার কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক কখনোই অনুকূল ছিল না।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।