ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কুণালের আত্মহত্যা চেষ্টা

জেল সুপারকে সাসপেন্ড করলেন মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
জেল সুপারকে সাসপেন্ড করলেন মমতা কুণাল ঘোষ

কলকাতা: কারাগারের ভেতর কুণাল ঘোষের আত্মহত্যা চেষ্টার ঘটনায় কলকাতার প্রেসিডেন্সি জেলের সুপার, তৎকালীন সময় কর্মরত চিকিৎসক ও নার্সসহ জেলের কর্মীদের সাসপেন্ড করলো পশ্চিমবঙ্গ সরকার।

শুক্রবার (১৪ নভেম্বর) পশ্চিমবঙ্গ বিধান সভায় এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



এ ঘটনার পরিপ্রেক্ষিতে একটি উচ্চ পর্যায়ের তদন্ত করার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাসপাতাল সূত্র জানায়, ৫ সদস্যের একটি ‘মেডিকেল বোর্ড’ গঠন করা হয়েছে। চিকিৎসা শুরুর পর সামান্য হলেও সাড়া দিচ্ছেন কুণাল ঘোষ।

বিধান সভার বিরোধীদলীয় নেতা সিপিএম বিধায়ক সূর্যকান্ত মিশ্র এ ঘটনার দায় সরকারকেই নিয়ে হবে বলে জানিয়েছেন।

এর আগেই বিজেপি নেতা সিদ্ধার্থ নাথ সিং এ ঘটনা রাজনৈতিক ষড়যন্ত্র কিনা সে বিষয়ে প্রশ্ন তোলেন।

কংগ্রেসের পক্ষ থেকে এ ঘটনায় প্রশাসনের অবহেলার বিষয়টিকে তীব্র সমালোচনা করেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

** কারাগারে তৃণমূলের সাবেক এমপির আত্মহত্যা চেষ্টা

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।