ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জি-২০ সম্মেলন

ব্রিসবেনে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
ব্রিসবেনে জড়ো হচ্ছেন বিশ্বনেতারা ছবি : সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বিশ্বনেতারা জড়ো হতে শুরু করেছেন। কারণ আগামীকাল (১৫ নভেম্বর) এখানেই বসবে বিশ্ব শীর্ষ বিশটি অর্থনৈতিক পরাশক্তি দেশের সংগঠন ‘দ্য গ্রুপ অব টোয়েন্টি’ বা জি-২০ এর সম্মেলন।



দুই দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণ করছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারতসহ অন্যান্য ক্ষমতাধর দেশের নেতারা।   মূলত জোটভুক্ত দেশগুলোতে কিভাবে প্রবৃদ্ধি বাড়ানো যায় সে ব্যাপারেই সম্মেলনে এবার নেতারা জোর দেবেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট বলেন, সম্মেলনে কর্মসংস্থান সৃষ্টি, করখেলাপীদের চিহ্নিতকরণ এবং বিশ্ব অর্থনীতিকে শক্তিশালীকরণে আলোচনা হবে।
এছাড়া ইউক্রেন নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমাদের উত্তেজনাও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।

সম্মেলন উপলক্ষে ব্রিসবেনে সরকারি কর্মকর্তাদের ছুটি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে সাতটি দেশের সরকার প্রধানরা শহরে গেছেন। বাকিরা শুক্রবারের মধ্যেই পৌঁছবেন।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।