ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের সংলাপ স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪
ফার্কের সঙ্গে কলম্বিয়া সরকারের সংলাপ স্থগিত

ঢাকা: কলম্বিয়ার গেরিলা সংগঠন ফার্কের সঙ্গে সবরকমের সমঝোতা সংলাপ স্থগিত করেছে সে দেশের সরকার।

সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা ফার্ক অপহরণ করেছে- এমন অভিযোগ এনে এ সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস।



প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, জেনারেল (রুবেন) অ্যালজেতকে অপহরণের ঘটনার সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত ফার্কের সঙ্গে সবরকমের সমঝোতা সংলাপে স্থগিত করা হয়েছে।

ফার্ক অধ্যুষিত অঞ্চল থেকে জেনারেল অ্যালজেত নিখোঁজ হওয়ার পর প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এক জরুরি বৈঠক শেষে এক আদেশে সংলাপ স্থগিত করার কথা জানান ম্যানুয়েল সান্তোস।

৫০ বছর ধরে প্রাণঘাতী লড়াইয়ের পর ২০১২ সালে সমঝোতায় রাজি হয় ফার্ক ও সরকার। সে বছরের ১৮ অক্টোবর নরওয়ের রাজধানী অসলোয় দু’পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দু’বছর ধরে আলোচনা চালিয়ে যাচ্ছিল সরকার ও ফার্কের প্রতিনিধি দল।

জানা যায়, জেনারেল অ্যালজেত দেশের পশ্চিমাঞ্চলের শহর কুইবডোর কাছে দাফতরিক কাজে গিয়ে নিখোঁজ হন। অঞ্চলটি ফার্কের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

এই ঘটনা তদন্তে খোদ প্রতিরক্ষামন্ত্রী জুয়ান কার্লোস পিনজোনকে দায়িত্ব দিয়ে তাকে সন্দেহভাজন চোচো ডিপার্টমেন্ট পরিদর্শনের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট তার টুইটার বার্তায় অবিলম্বে জেনারেলে অ্যাজলেতের অক্ষত মুক্তিও দাবি করেন।

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সামরিক সংগঠন ফার্কের আট হাজারেরও বেশি সদস্য রয়েছে এবং এটিই লাতিন আমেরিকার সবচেয়ে বড় গেরিলা সংগঠন।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।