ঢাকা: গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় সীমান্তের কাছে এক ফিলিস্তিনি কৃষককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। গত আগস্টে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে ৫০ দিনের যুদ্ধবিরতির পর এটিই প্রথম গুলি করে হত্যার ঘটনা।
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। আল-জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
ফিলিস্তিনির স্বাস্থ্যমন্ত্রী জানান, নিহতের নাম ফাডেল মোহাম্মদ হালাওয়া (৩২)। জাবালিয়া উদ্বাস্তু ক্যাম্পের পূর্ব দিকে তাকে গুলি করে হত্যা করা হয়।
হালাওয়ার স্বজনরা জানান, তিনি পাখির খোঁজে সীমান্ত এলাকায় গিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪