ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রশ্নপত্রে ভুল, কোরিয়ান পরীক্ষা বোর্ড প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
প্রশ্নপত্রে ভুল, কোরিয়ান পরীক্ষা বোর্ড প্রধানের পদত্যাগ ছবি: সংগৃহীত

ঢাকা: পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী। কেবল দুঃখ প্রকাশই নয়, এ ভুলের দায় নিয়ে পদত্যাগ করেছেন দেশটির জাতীয় পরীক্ষা বোর্ডের প্রধান।



দেশটির কলেজ প্রবেশিকা পরীক্ষার দু’টি প্রশ্নপত্রে ভুলের অভিযোগ ওঠায় সোমবার (২৪ নভেম্বর) এ পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান পরীক্ষা বোর্ড প্রধান কিম সাং-হুন।

সাং-হুনের পদত্যাগের সিদ্ধান্তের আগে অভিভাবক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের অভিযোগ আসতে থাকার প্রেক্ষিতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী হাওয়াং উ-ইয়ে বলেন, আমি গভীর দুঃখ প্রকাশ করছি এবং প্রশ্নপত্র তৈরি প্রক্রিয়া আরও উন্নত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ দরকার বলে স্বীকার করছি।

এ ঘটনার মূল কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

অপরদিকে নিজের পদত্যাগের ঘোষণা দিয়ে পরীক্ষ‍া বোর্ড প্রধান কিম সাং-হুন বলেন, প্রশ্নপত্রে ভুল না রাখতে আমাদের সাধ্যমত কাজ করেছি...কিন্তু তারপরও ভুল হয়ে গেছে এবং সমালোচনার ঝড় উঠেছে। তাই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

দেশটির কলেজ প্রবেশিকা পরীক্ষায় প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো।

সংবাদ মাধ্যমগুলো আরও বলছে, প্রশ্নপত্রে ভুলের দায়ে এ নিয়ে পরীক্ষ‍া বোর্ডের তৃতীয় কোনো প্রধানের পদত্যাগের ঘটনা ঘটলো দক্ষিণ কোরিয়ায়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।