ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হিলারি অসাধারণ প্রেসিডেন্ট হবেন: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪
হিলারি অসাধারণ প্রেসিডেন্ট হবেন: ওবামা ছবি : সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা বলেন, তিনি (হিলারি ক্লিনটন) যদি নির্বাচনে লড়েন তবে সেটি হবে দারুণ ব্যাপার।

আর প্রেসিডেন্ট হলে হবেন ‘অসাধারণ প্রেসিডেন্ট’।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন ওবামা।

ওবামা বলেন, ক্লিনটন সব ব্যাপারে আমার সঙ্গে একমত পোষণ করেননি। আমার আট বছর ক্ষমতা শেষে এটি ভোটারদের জন্য সুসংবাদ নিয়ে আসতে পারে।

৬৭ বছর বয়সী ক্লিনটন ২০০৮ সালে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট নির্বাচনী ক্যাম্পেইনে ওবামার কাছে পরাজিত হন। আশা করা হচ্ছে, ২০১৫ সালে তিনি আবারও নির্বাচনে লড়ার ঘোষণা দেবেন।

গত মাসে মধ্যবর্তী নির্বাচনে ওবামার হয়ে প্রচারণার কাজে অগ্রণী ভূমিকা রাখেন। অবশ্য নির্বাচনে রিপাবলিকানরা সিনেটের নিয়ন্ত্রণ নেয়।

ক্লিনটনকে ‘বন্ধু’ উল্লেখ ওবামা বলেন, তিনি প্রতিদিন ক্লিনটনের সঙ্গে কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে হিলারি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, ক্ষমতায় বসলে হিলারি তার চেয়ে ভিন্ন কিছু করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।