ঢাকা: মিশরের রাজধানী কায়রোর পূর্বাঞ্চলে আটতলা একটি ভবন ধসে কমপক্ষে ১৩ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় ভবনের আরো আটজন বাসিন্দা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে কায়রোর পূর্বাঞ্চলীয় মাতারিয়ায় এ ঘটনা। স্থানীয় পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
সংবাদমাধ্যম জানায়, সকালে আটতলা ভবনটি ধসে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। ভবনের নিচে অনেকে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ঘটনার পর উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছেন।
নির্মাণ কৌশলে ‘ত্রুটির’ কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ধসের ঘটনায় হতাহতদের পরিচয় জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪