ঢাকা: শিরোনাম ঠিকই আছে। রেস্টুরেন্টে নারীরা নিষিদ্ধ, তবে একা।
সম্প্রতি সেদেশের রেস্টুরেন্ট মালিকরা এমন নিয়মই চালু করেছেন। তবে কোনো কোনো রেস্টুরেন্ট আবার এক কাঠি উপরে। তারা সরাসরি ‘ওমেন নট অ্যালাউ’ অর্থাৎ একেবারেই নারীদের নিষিদ্ধ ঘোষণা করেছে বোর্ড ঝুলিয়ে।
কারণ হিসেবে রেস্টুরেন্ট মালিকরা মেয়েদের অস্বাভাবিক আচরণ, উচ্চৈঃস্বরে কথা বলা, মোবাইল ফোন ব্যবহারসহ নানা বিষয়কে সামনে আনছেন।
শোনা যাক এক রেস্টুরেন্টের মালিকের মুখেই, প্রায় সময়ই নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ান নারীরা। এসব থেকে মুক্তি পেতেই সবাই মিলে এ সিদ্ধান্ত নিয়েছে।
তবে রেস্টুরেন্টে নারী নিষিদ্ধের এ নিয়মটি একেবারেই মানবাধিকার বিরোধী সিদ্ধান্ত বলে দাবি করছেন সৌদি আরবের ন্যাশনাল সোসাইটি ফর হিউম্যান রাইটস’র প্রধান খালিদ আল ফাখরি।
তিনি বলছেন, এটা সম্পূর্ণভাবে আইন বিরুদ্ধ এবং এ নিয়মে রেস্টুরেন্ট মালিকরা তাদের ব্যক্তিগত মতই চাপিয়ে দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪