ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদিতে ইকামার মেয়াদ ৫ বছর করার প্রস্তাব

সৌদি আরব করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪
সৌদিতে ইকামার মেয়াদ ৫ বছর করার প্রস্তাব

রিয়াদ: সৌদি আরবে অবস্থানরত প্রবাসী শ্রমিক ও বিনিয়োগকারীদের ইকামার (রেসিডেন্সিয়াল পারমিট) মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাব করেছে দেশটির পাসপোর্ট অধিদপ্তর।

বর্তমানে সর্বোচ্চ দুই বছরের জন্য ইকামা নবায়ন করতে পারেন প্রবাসীরা।



মঙ্গলবার (২৫ নভেম্বর) এ নিয়ে স্থানীয় দৈনিকে বিভিন্ন খবর প্রকাশিত হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ প্রস্তাব বাস্তবায়িত হলে সৌদি সরকারের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাপকভাবে সহায়তা করবে।

তবে এ প্রস্তাব অনুমোদন হলে পাঁচ বছরের জন্য ইকামা নবায়ন ফি ও আনুষঙ্গিক খরচ কমবে নাকি এমনই থাকবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

সৌদি পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া সাংবাদিকদের জানান, এক বছরের ইকামা পাঁচ বছরের জন্য নবায়নের পাশাপাশি ‘ইকামা’ নামের স্থলে ‘রেসিডেন্ট আই ডি’ (আবাসিক আই ডি) করারও পরিকল্পনা রয়েছে।

একই সঙ্গে সৌদি নাগরিকদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সম্প্রতি রিয়াদে মেজর জেনারেল সুলাইমান আল ইয়াহিয়া সাংবাদিকদের বলেন, খুব শিগগির এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

তিনি জানান, বর্তমানে প্রস্তাবটি সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স মুহাম্মদ বিন নায়েফের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি অনুমোদন দিলেই যত দ্রুত তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।