ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হংকংয়ে বিক্ষোভে পিটুনির অভিযোগে ৭ পুলিশ আটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪
হংকংয়ে বিক্ষোভে পিটুনির অভিযোগে ৭ পুলিশ আটক হাতকড়া পরিহিত এক বিক্ষোভকারীর ওপর পুলিশি নির্মমতা

ঢাকা: হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভকারীদের পিটুনি দেওয়ার অভিযোগে সাত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে চীন শাসিত অঞ্চলটির পুলিশ সদরদফতরের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।



বিবৃতিতে বলা হয়, দুঃখজনকভাবে বিক্ষোভকারীদের পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যের বরখাস্ত করার পর গ্রেফতারও করা হয়েছে।

জানা যায়, সম্প্রতি বিক্ষোভকারীদের অ্যাডমিরালটি ক্যাম্প থেকে সরানোর সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ব্যাপক পিটুনি দেন।

এমনকি স্থানীয় শীর্ষস্থানীয় রাজনৈতিক দল সিভিক পার্টির ক্যেন টেস্যাং নামে এক বিক্ষোভকারীকে হাতকড়া পরা অবস্থায়ও মারতে দেখা যায় পুলিশকে। ওই পিটুনির ছবি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে হংকংয়ের সরকার।

অঞ্চলটিতে পুরোপুরি গণতান্ত্রিক ব্যবস্থা চালুর দাবিতে আট সপ্তাহ ধরে অঞ্চলটির রাজপথে অবস্থান করে আসছেন বিক্ষোভকারীরা।

বিশেষত ২০১৭ সালের হংকংয়ের নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে চীনের হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে অক্টোবরের শুরুতে ব্যাপক বিক্ষোভে নামেন বাম রাজনীতিকদের নেতৃত্বাধীন গণতন্ত্রপন্থিরা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।