ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪
বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম

ঢাকা: অর্গাইনেজশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ (ওপেক) ভুক্ত তেল প্রস্তুতকারীরা মিটিংয়ের প্রস্তুতি নিতে না নিতেই, বিশ্ববাজারে তেলের দাম কমেছে।  

 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

 

সংবাদমাধ্যম জানায়, গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত ইউএস ক্রুড (অপরিশোধিত তেল) তেলের মজুদ ১৯ লাখ ব্যারেল বেড়েছে। এর ফলে ক্রুড ব্যারেল ৪০ সেন্ট কমে ৭৩.৬৯ ডলারে বিক্রি হয়েছে।

 

বৃহস্পতিবার ওপেক’র পক্ষ থেকে তেলের দাম কমে যাওয়াকে সমর্থন জানিয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।  

 

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।