ঢাকা: একজন নারী রেফারিকে ইঙ্গিত করে ‘নারীর স্থান রসুই ঘর’ মন্তব্য করায় চাকরি খুইয়েছেন ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের ভাইস প্রেসিডেন্ট।
বুধবার (২৬ নভেম্বর) জরুরি বৈঠক ডেকে দেশটির নর্থামবারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের জন কুমিং নামে ৭৭ বছর বয়সী ওই ভাইস প্রেসিডেন্টকে অপসারণের সিদ্ধান্ত জানানো হয়।
লুসি ম্যে নামে ২৪ বছর বয়সী ওই রেফারিকে আরও কয়েক ম্যাচের দায়িত্ব দেওয়া হবে কিনা এমন প্রশ্নে এই বিতর্কিত মন্তব্য করেন কুমিং।
লুসি ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি মাইকেল অলিভারের বাগদত্তা।
পরে সংবাদ মাধ্যমগুলোর পক্ষ থেকে যোগাযোগ করা হলে আবারও নিজের বিতর্কিত মন্তব্যের পক্ষে সাফাই গাইতে থাকেন প্রবীণ ক্রীড়া সংগঠক কুমিং। তিনি বলেন, আমি যতদিন বাঁচি, কোনো নারী রেফারিকে আমার লিগে খেলতে দেবো না।
জানা গেছে, এই বৈষম্যমূলক মন্তব্যের জেরে চার মাসের নিষেধাজ্ঞায়ও পড়ে গেছেন কুমিং।
এই সিদ্ধান্তের বিপক্ষে আপিলও করলেও তা বহাল রেখে উপরুন্ত আরও দেড় হাজার পাউন্ড পরিশোধ করতে বলা হয়েছে তাকে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৪