ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় হামলার ঘটনায় প্রেসিডেন্টের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪
নাইজেরিয়ায় হামলার ঘটনায় প্রেসিডেন্টের নিন্দা

ঢাকা: নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুডলাক জনাথন। ‘শত্রুদের মোকাবেলা’ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।



গুডলাক জনাথন বলেন, তাদেরকে নিক্ষেপের জন্য কোনো পাথর যেন অবশিষ্ট না থাকে।

শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের সময় দেশটির উত্তরাঞ্চলীয় শহর কানোর ‘আমির’স প্যালেস’ মসজিদের বাইরে দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হন। এ ঘটনায় অন্তত চারশ মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর তারা গুলিবিনিময়ের শব্দ শ‍ুনেছেন। তবে কে বা কারা গুলি করেছেন তা নিশ্চিত হতে পারেননি।  

স্থানীয় বাসিন্দা আমিনু আব্দুল্লাহি জানান, জুমার নামাজ শুরু হওয়ার পরপরই শাহী মসজিদটির বাইরে পরপর দু’টি শক্তিশালী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটে। ওই দু’টি বোমা বিস্ফোরণস্থলের কিছু দূরে আরও একটি বোমা বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্ফোরণের দায় কেউ স্বীকার না করলেও, ঘটনার সঙ্গে জঙ্গি গ্রুপ বোকো হারাম জড়িত বলে ধারণা করা হচ্ছে। গত পাঁচ বছর ধরে নাইজেরিয়া সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে বোকো হারাম।

চলতি বছর নাইজেরিয়ার বিভিন্ন এলাকায় বোকো হারামের হামলায় অন্তত ২ হাজার সাধারণ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

** নাইজেরিয়ায় বোমা হামলা, নিহত শতাধিক

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।