ঢাকা: হংকংয়ে পুলিশের সঙ্গে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। রোববার রাতভর অ্যাডমিরালটি এলাকায় লাং রোডে এ সংঘর্ষ হয়।
পুলিশ অস্ত্রশস্ত্র, পিপার স্প্রে, বাটন ও ওয়াটার হোস নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালায়। বিক্ষোভকারীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আদালতের নির্দেশে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দিতে চেয়েছিল।
দুই মাস ধরে চলমান বিক্ষোভে এটিই সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। বিবিসি জানায়, সংঘর্ষ আবারও হতে পারে।
২০১৭ সালের হংকংয়ের জাতীয় নির্বাচনে চীনের হস্তক্ষেপ ছাড়া নেতা নির্বাচন করার দাবিতে আন্দোলন করছেন বিক্ষোভকারীরা। চীন বলছে, সবার অংশগ্রহণ ও উন্মক্ত পদ্ধতিতে নির্বাচন হবে তবে প্রধান নির্বাহী পদটি তারা আগেভাগে বাছাই করে দিতে চান।
সংঘর্ষের পর চীনের প্রধান নির্বাহী লিউয়াং সরে যাওয়া বিক্ষোভকারীদের আর ফিরে না আসার জন্য সতর্ক করে দেন।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৪