ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪
ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১১ জনের প্রাণহানি

ঢাকা: ইন্দোনেশিয়ার জাভা আইল্যান্ডে ভূমিধসে কমপক্ষে ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছে আরও ১০০ জনের মতো।



প্রবল বৃষ্টিপাতের কারণে জাভা আইল্যান্ডের মূল ভূখণ্ড জেমব্লাং গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

খবরে বলা হয়, ভূমিধসে জেমব্লাং গ্রামের অনেক বাড়ি-ঘর মাটির নিচে চাপা পড়েছে। এরইমধ্যে শতাধিক উদ্ধারকর্মী মাটি ও পাথর খুঁড়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

দুর্যোগ সংস্থা কর্মকর্তারা জানান, উদ্ধারকারী দল ইতোমধ্যে ৪০জনকে হাসপাতালে পাঠিয়েছে। এরমধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিধসে প্রায় একশ’র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

দেশটির জাতীয় দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো প‍ুরও নুগরোহো জানান,  ভূমিধসে রাস্তা-ঘাট মাটিতে আচ্ছাদিত হয়ে গেছে। ভারী যন্ত্রপাতি দিয়ে রাস্তা থেকে ভূমিধসের বর্জ্য সরানোর কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার এ এলাকার কাছাকাছি ভূমিধসের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

১৭ হাজার দ্বীপ অধ্যূষিত দেশ ইন্দোনেশিয়ায় সাধারণত বর্ষাকালে ভারী বৃষ্টি ও বন্যার কারণে ভূমিধসের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।