ঢাকা: আফগানিস্তানে ল্যান্ডমাইন অপসারণের কাজে নিয়োজিত ১২ কর্মীকে হত্যা করেছে তালেবান। শনিবার সকালে হেলমান্ড প্রদেশে বন্দুকধারীরা নির্মম এ হত্যাকাণ্ড চালায়।
পুলিশ মুখপাত্র ফরিদ আহমেদ বলেন, তালেবান ল্যান্ডমাইন অপারেশন কাজে অতর্কিত হামলা চালায়। এতে ১২ জন শ্রমিক নিহত হন। পরে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে ৪ জঙ্গি নিহত ও তিনজনকে আটক করা হয়েছে।
আফগানিস্তান বিশ্বের অন্যতম মাইন সমৃদ্ধ দেশ। অতীতে মাইন পরিষ্কার বা অপসারণ কাজেও তালেবান হামলা চালায়। গত এপ্রিলে লগার প্রদেশে তালেবান বন্দুকধারীরা ১২ জন শ্রমিককে হত্যা করে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৪