ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আমি অনুতপ্ত নই, আমি সৈনিক: মেহেদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
আমি অনুতপ্ত নই, আমি সৈনিক: মেহেদি মেহেদি

ঢাকা: আমি একজন সৈনিক ও বার্তাবাহক। আমার কৃতকর্মের জন্য আমি অনুতপ্ত নই, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ব্যাঙ্গালুরু সিভিল কোর্ট হলের বাইরে এক আইনজীবীর কাছে এভাবেই নিজের অবস্থান সম্পর্কে বলেন মেহেদি।



ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) টুইটার অ্যাকাউন্ট পরিচালনার অভিযোগে ভারতে এক  তরুণকে আটক করে পুলিশ।

২৪ বছর বয়সী মেহেদি মাসরুর বিশ্বাসকে ১২ ডিসেম্বর রাতে বেঙ্গালুরুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। এ মামলায় পুলিশ হেফাজতে রেখে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড দিয়েছে স্পেশাল জজ সোমরাজু। বৃহস্পতিবার কোর্ট রুমের বাইরে এক আইনজীবী তাকে জিজ্ঞেস করেন, আমি কেন এমন কাজ করলেন। বাবা-মায়ের সামনে এর জবাবে মেহেদি জানান যে এ কাজের জন্য তার কোনো পরিতাপ নেই।

পুলিশ বলছে, মেহেদি মাসরুর বিশ্বাস বেঙ্গালুরুতে একটি বহুজাতিক কোম্পানির প্রকৌশলী। ২০১১ সালে তিনি শহরে আসেন।

বাংলাদেশ সময়: ০৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ