ঢাকা: ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের বিরুদ্ধে চলা অভিযানে বড় ধরনের সফলতার দাবি করেছে কুর্দিশ বাহিনী।
তারা বলছেন, মাউন্ট সিনজারে ঘাঁটি গেড়ে থাকা আইএস যোদ্ধারে উৎখাতে তারা সফল হয়েছেন।
গত আগস্ট থেকে মাউন্ট সিনজারে হাজার হাজার ইয়াজিদি ও বাস্তুচ্যুত ইরাকি আটকা পড়েছিল।
বুধবার খুব ভোরে মাউন্ট সিনজারে অভিযান শুরু করে কুর্দিশ বাহিনী। স্থলপথে ৮ হাজার কুর্দিশ পেশমারগা এ অভিযানে অংশ নেয়। দ্বিমুখী অভিযানে তারা আটকা পড়াদের বের করতে করিডর খুলে দেয়।
কুর্দিস্তানের আঞ্চলিক নিরাপত্তা কাউন্সিলের চ্যান্সেলর মাসরুর বারজানি বলেন, আটকা পরা ইয়াজিদিদের মুক্ত করতে তারা জুমার থেকে শুরু করে তারা মাউন্ট সিনজারে অভিযান চালান।
তিনি বলেন, এটি বড় অভিযান ছিল এবং সফলভাবে শেষ হয়েছে।
ইরাক ও সিরিয়ার একাংশ দখল করে খলিফা শাসন ঘোষণা করেছে আইএস।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪