ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্থগিতাদেশ তুলে জর্দানে ১১ আসামির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪
স্থগিতাদেশ তুলে জর্দানে ১১ আসামির মৃত্যুদণ্ড কার্যকর ছবি: সংগৃহীত

ঢাকা: আট বছরের অলিখিত স্থগিতাদেশ তুলে জর্দানে বিভিন্ন মামলার ১১ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ফাঁসির মাধ্যমে আসামিদের এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।



স্থানীয় সময় রোববার (২১ ডিসেম্বর) ভোরে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম পেত্রা নিউজ এজেন্সি জানায়, বিভিন্ন খুনের ঘটনায় জড়িত ১১ আসামির মৃত্যুদণ্ড রোববার কার্যকর করা হয়েছে।

খুনিদের বিরুদ্ধে ২০০৫ ও ২০০৬  সালে এ রায় দেওয়া হয়েছিল বলেও জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শিগগিরই স্থগিতাদেশ তুলে নেওয়া হবে বলে সম্প্রতি জর্দানের স্বরাষ্ট্রমন্ত্রী হুসেইন মাজালি ইঙ্গিত দিয়েছিলেন।

সে সময় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, জনগণ মনে করে, সর্বোচ্চ শাস্তি কার্যকর না হওয়ায় দেশে সন্ত্রাসের সংখ্যা বাড়ছে।

গুরুতর অপরাধের দায়ে মধ্যপ্রাচ্যের অনেক দেশ মৃত্যুদণ্ড কার্যকর অব্যাহত রেখেছে। এমনকি জর্দানের প্রতিবেশী দেশ সৌদি আরব চলতি বছর এখন পর্যন্ত ৮৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

জর্দানে এর আগে ২০০৬ সালের জুনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। গত আট বছর দেশটিতে কোনো মৃত্যুদণ্ড কার্যকর না করা হলেও, বিভিন্ন মামলায় অন্তত ১২২ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ