ঢাকা: ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়াসহ বিশ্বের ১৪টি দেশের উপকূলীয় অঞ্চলে প্রলয়ংকারী সুনামি আঘাত হানে। যা স্মরণকালের ভয়াবহ সুনামি।
নিহতদের স্মরণে শুক্রবার (২৬ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার শহর বান্দা আচেহতে এক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
একই সঙ্গে থাইল্যান্ড ও শ্রীলঙ্কাতেও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।
এক দশক আগের ২৬ ডিসেম্বর ছিল ভারত মহাসাগরের তীরবর্তী দেশগুলোর জন্য নতুন এক ভয়ংকর অভিজ্ঞতার দিন।
ইন্দোনেশিয়ার পশ্চিম উপকূলে ৯ দশমিক ৩ মাত্রার ব্যাপক শক্তিশালী সুনামিতে ভয়াবহ জলোচ্ছ্বাসের সূত্রাপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে।
৩৫ মিটার পর্যন্ত উঁচু সাগরের স্রোত ভাসিয়ে নেয় অসংখ্য মানুষকে। প্রাণহানি ঘটে প্রায় ২ লাখের বেশি মানুষের।
ইন্দোনেশিয়ার বান্দা আচেহর বাইতুর হারাম জামে মসজিদে নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এতে বিপর্যয় থেকে বেঁচে যাওয়া মানুষ ও উদ্ধারকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে মসজিদের ইমাম আসমান ইসমাইল বলেন, এই সুনামি আচেহর মানুষদের জন্য একটি ‘মূল্যবান শিক্ষা’। এরপর থেকে সবাই ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও শান্তিতে বসবাস করছেন।
শুক্রবাদ দিনভর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৪