ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাগদাদে আত্মঘাতী হামলায় ২১ শিয়া তীর্থযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
বাগদাদে আত্মঘাতী হামলায় ২১ শিয়া তীর্থযাত্রী নিহত

ঢাকা: বাগদাদের উত্তরে আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছেন ২১ শিয়া তীর্থ যাত্রী। সোমবার বাগদাদের উত্তরাঞ্চলীয় তাজি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

ইরাকের উত্তরাঞ্চলীয় শহর সামারায় যাওয়ার জন্য সেখানে সমবেত হয়েছিলেন ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শিয়া সম্প্রদায়ের লোকজন।

শিয়াদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১২ জন ইমামের মধ্যে অন্যতম হাসান আল আশকারির স্মরণে সেখানে জড়ো হয়েছিলেন তারা। সামারা নগরীতে সমাহিত আছেন হাসান আশকারি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিয়া তীর্থযাত্রীদের ব্যবহৃত একটি তাবুতে ঢুকে নিজের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৫ জন। হামলার দায় কেউ স্বীকার না করলেও ইরাকে মূলত সুন্নি বিদ্রোহীরাই আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। বর্তমানে সুন্নি জঙ্গিগোষ্ঠী আইএসআইএল ইরাক ও সিরিয়ার বিস্তীর্ন অঞ্চল দখল করে নিজেদের খেলাফত কায়েম করেছে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।