ঢাকা: পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের উপকূলীয় রাষ্ট্র গাম্বিয়ায় সেনা অভ্যুত্থান ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দেশটির রাষ্ট্রপতি ভবনে ব্যাপক গোলাগুলির আওয়াজ পাওয়া যায়।
প্রত্যক্ষদর্শীরা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, প্রেসিডেন্সিয়াল গার্ডের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে সেখানে সেনা অভ্যুত্থান সংঘটিত হয়েছে।
এদিকে সকাল থেকেই গাম্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিও সম্প্রচার বন্ধ রয়েছে। তবে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-প্রধান লুইস গোমেস সম্ভাব্য সেনা অভ্যুত্থানের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
১৯৯৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মাত্র ২৯ বছর বয়সে ক্ষমতায় আসেন বর্তমান প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। তার বিরুদ্ধে ভিন্ন মতাবলম্বীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৪