ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চলে গেলেন মিশরীয় অভিনেত্রী হামামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
চলে গেলেন মিশরীয় অভিনেত্রী হামামা ফাতেন হামামা

ঢাকা: মিশরের বিখ্যাত অভিনেত্রী ফাতেন হামামা মারা গেছেন। দীর্ঘ রোগভোগের পর ৮৩ বছর বয়সে শনিবার (১৭ জানুয়ারি) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

 

‘আরবি চলচ্চিত্রের আইকন’ হামামার সিনেমায় আগমন ঘটে শৈশবে। সব মিলিয়ে তিনি একশ’র মতো ছবিতে অভিনয় করেছেন।

ফাতেন হামামা মিশরীয় অভিনেতা ওমর শরীফের সাবেক স্ত্রী ছিলেন। ২০ বছরের দাম্পত্য জীবনে তারা জুটি হয়ে অনেক ছবিতে কাজ করেছেন।

হামামার ছেলে তারেক শরীফের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৩১ সালে জন্ম নেওয়া মিসেস হামামাকে বলা হতো ‘পর্দায় আসা প্রথম আরবি নারী’।

মিশরীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের এই অভিনেত্রী ১৯৫০ সালে সহ অভিনেতা ওমর শরীফের সঙ্গে জুটি করে ক্যারিয়ারের শিখরে আরোহন করেন। পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৭৪ সালের এ জুটির ছাড়াছাড়ি হয়ে যায়।   

খ্রিস্টান পরিবারে জন্ম নেওয়া হামামা পরবর্তীতে ভালোবাসার জন্য ধর্মান্তরিত হন।

মূলত অনাথ কিংবা সিন্ড্রেলা ধরনের চরিত্রে অভিনয় করতেন তিনি। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে ১৯৪০ সালে মোহাম্মদ করিম পরিচালিত ‘অ্যা হ্যাপি ডে’ ও ১৯৫৯ সালে হেনরি বারাকাত পরিচালিত ‘দ্য ইমমর্টাল সং’ উল্লেখযোগ্য।

এছাড়া ‘দ্য সিন’, ‘নো কন্ডোলেন্সেস ফর ওমেন’, ‘দ্য নাইট অব ফাতিমা’স অ্যারেস্ট’, ‘রেজিং স্কাই’ ‘দ্য ব্ল্যাক ওয়াটারস’, ‘নাইট উইদাউট স্লিপ’ ও ‘রিভার অব লাভ’ ফিল্মে অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।