ঢাকা: খরচ কমাতে ও পুনর্গঠনের অংশ হিসেবে বিশ্বব্যাপী চার হাজার কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স)।
ব্লুমবার্গের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
এদিকে চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছে।
আমেরিকান এক্সপ্রেসের সিইও কিন্নেথ চেনল্ট এক বিবৃতিতে বলেন, বিশ্ব অর্থনৈতিক মন্দা ও ডলারের শক্তিশালী অবস্থান সত্ত্বেও আমরা ভালো করছি।
সম্প্রতি প্রায় আড়াই হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান ই-বে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫