ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলির হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ত্রিপোলির হোটেলে বন্দুকধারীদের হামলা, নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ার রাজধানীর ত্রিপোলির একটি বিলাসবহুল হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, বন্দুকধারীরা ৫ জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে।



এদিকে বিবিসির খবরে বলা হয়, হামলাকারীদের সঙ্গে ইসলামিক স্টেট বা আইএসের যোগসূত্র থাকতে থাকতে পারে। বন্দুকধারীদের নিয়ন্ত্রণে থাকা হোটেলটির বেশিরভাগই বিদেশি নাগরিক।

খবরে বলা হয়, কমপক্ষে দুইজন বন্দুকধারী কোরিনথিয়া হোটেলের অভ্যর্থনা কক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। তার কিছুক্ষণ পরই হোটেলের বাইরে গাড়ি বোমা বিস্ফোরিত হয়।

তবে হোটেলের ভেতর এখনও অস্ত্রধারীরা আছে কিনা কিংবা কোনো বেসামরিক নাগরিক আটকা পড়েছেন কিনা সে সম্পর্কে জানা যায়নি।

হামলার পর হোটেলের চারপাশ বন্ধ করে দেওয়া হয়েছে। হোটেলের এক কর্মকর্তা এপিকে জানান, হামলার সময় অধিকাংশ কক্ষই খালি ছিল।  

২০১১ সালের অক্টোবরে সাবেক স্বৈরশাসক মুয়াম্মর গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ায় অস্থিতিশিলতা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।