ঢাকা: আর্জেন্টিনার গোয়েন্দা সংস্থা ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ। সম্প্রতি এক টিভি ভাষণে তিনি বলেন, নতুন করে গোয়েন্দা সংস্থা সাজানোর জন্য তিনি একটি বিল সংসদে উত্থাপন করতে যাচ্ছেন।
ফার্নান্দেজ বলেন, সামরিক সরকারের আমলে সংস্থাটির যেমন কাঠামো ছিল এখনও প্রায় একই রকম রয়েছে। কোনো পরিবর্তন হয়নি।
প্রসিকিউটর আলবার্টো নিসমানের রহস্যজনক মৃত্যুর কয়েকদিনের মাথায় এমন সিদ্ধান্ত আসল সরকারের পক্ষ থেকে।
১৯৮৩ সালে আর্জেন্টিনায় সামরিক শাসনের অবসান হয়।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫