ঢাকা: দিল্লির নির্বাচনের আগ দিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী প্রার্থী কিরন বেদীর প্রধান নির্বাচন সমন্বয়ক নরেন্দ্র ট্যান্ডন পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে কিরন বেদীর একনায়কতান্ত্রিক আচরণকে দায়ী করে নরেন্দ্র ট্যান্ডন বলেন, কিরনের ‘ডিকটেটোরিয়াল’ আচরণের কারণে অতিষ্ঠ হয়ে তিনি দলত্যাগ করেছেন।
তবে ট্যান্ডনের বেদীর নির্বাচনী সমন্বয়কের দায়িত্বে থাকার বিষয়টি অস্বীকার করেছে বিজেপি। এছাড়া তাকে অভ্যাসগত উচ্ছৃঙ্খল আখ্যা দিয়ে বিজেপির দাবি, ‘এর আগেও ট্যান্ডন তিনবার দল ছেড়েছিলো। ‘
মুখ্যমন্ত্রী পদে নবাগত কিরন বেদীর মনোনয়নে দিল্লি বিজেপির স্থানীয় নেতৃত্বের মধ্যে তৈরি হওয়া হতাশাই নরেন্দ্র ট্যান্ডনের পদত্যাগের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে বলে মনে করছেন অনেকে। কিরন বেদীর মনোনয়নকে ঘিরে বিভিন্নভাবেই কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি নিজেদের উষ্মা প্রকাশ করেছেন দিল্লির স্থানীয় নেতারা।
৭০ আসনের দিল্লি বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে সাত ফেব্রুয়ারি। ফলাফল ঘোষণা হবে ১০ ফেব্রুয়ারি। নির্বাচনে কিরন বেদীকে মুখ্যমন্ত্রী পদে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। অপরদিকে অরবিন্দ কেজরিওয়ালই থাকছেন আম আদমি পার্টির প্রার্থী। তবে দল জিতলে কংগ্রেসের মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে দলটির মধ্যে।
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫