ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে কারাগার ভেঙে পালিয়েছে ৯১ কিশোর কয়েদি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ভারতে কারাগার ভেঙে পালিয়েছে ৯১ কিশোর কয়েদি

ঢাকা: ভারতে কিশোর সংশোধন কেন্দ্র থেকে ৯১ বন্দি পালিয়েছে। সোমবার উত্তর প্রদেশের মিরাটে অবস্থিত সংশোধন কেন্দ্র থেকে তারা পালিয়ে যায়।

এরা হত্যা, ধর্ষণসহ নানা অপরাধে সাজাপ্রাপ্ত অপরাধী।

পুলিশ জানিয়েছে, কয়েদিরা রোববার মধ্যরাত একসঙ্গে বিছানার চাদর একত্রে করে বেধে তিন তলার কয়েদিখানার দেয়াল টপকে পালিয়ে যায়।

মিরাটের এসপি ওম প্রকাশ বলেন, কয়েদিদের ধরতে অভিযান চলছে। এখন পর্যন্ত ৩৫ জনকে আটক করা হয়েছে।

প্রকাশ বার্তা সংস্থা এএফপিকে জানান, পুলিশের পাহারা সত্ত্বেও অপরাধীরা ভবনের পেছনের দরজার লোহার গ্রিল কেটে পালিয়ে যায়। কাজটি খুব পেশাদারিত্বের সঙ্গে করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।