ঢাকা: ব্রিটিশরা ইহুদিবাদী ইসরায়েলকে ইরানের থেকেও বেশি অপছন্দ করে। ব্রিটেনের প্রখ্যাত থিংকট্যাংক চ্যাথাম হাউজ পরিচালিত সর্বশেষ জরিপে সম্প্রতি এই তথ্য প্রকাশ পায়।
জরিপে অংশ নেয়া ব্রিটিশ নাগরিকদের ৩৫ শতাংশ বলেছেন তারা ইসরায়েলকে একেবারেই পছন্দ করেন না। ২০১২ সালে পরিচালিত অনুরূপ জরিপের ফলাফলের থেকে এই হার ১৮ শতাংশ বেশি। অপরদিকে ৩৩ শতাংশ ব্রিটিশ নাগরিক ইরানকে পছন্দ করেন না। তবে ২০১২ সালে পরিচালিত অনুরূপ জরিপে এই হার ছিলো ৪৫ শতাংশ। এছাড়া ৪৭ শতাংশ ব্রিটিশ অপছন্দ করে উত্তর কোরিয়াকে।
জরিপকারী সংস্থাটির ধারণা, ইহুদি রাষ্ট্রটির প্রতি ব্রিটিশ নাগরিকদের এই বিদ্বেষমূলক ধারণা বৃদ্ধির পশ্চাতে রয়েছে গাজায় ২০১৪ সালের বর্বর ইসরায়েলি আগ্রাসন।
এদিকে ইউরোপের মধ্যে রাশিয়ার প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ প্রকাশ করেছেন ব্রিটিশরা। ৫৬ শতাংশ ব্রিটিশ নাগরিক বলেছেন তারা রাশিয়াকে পছন্দ করেন না।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫