ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ট্রান্সএশিয়ার প্লেনের জরুরি অবতরণ, আহত ১০ ছবি: সংগৃহীত

ঢাকা: তাইওয়াভিত্তিক ট্রান্সএশিয়ার একটি যাত্রীবাহী প্লেন তাইপে নদীতে জরুরি অবতরণ করেছে। এতে প্লেনের ১০ যাত্রী আহত হয়েছেন।

 

বুধবার (০৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্লেনটিতে ৫০ জনের বেশি আরোহী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

এটিআর-৭২ প্লেনটি তাইপে শঙশান বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে। একটি ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে প্লেনটি ক্ষতিস্ত হয় বলে সরকারি এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যম।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করা হয়েছে। তবে প্লেনের ভেতর এখনও ১০ জন আটকা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গত বছরের জুলাইয়ে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৪৮ আরোহী নিয়ে ট্রান্সএশিয়ার একটি প্লেন বিধ্বস্ত হয়।



বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।