ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কায়রোতে পুলিশ ও ফুটবল ভক্তদের সংঘর্ষে নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
কায়রোতে পুলিশ ও ফুটবল ভক্তদের সংঘর্ষে নিহত ১৯

মিশরের কায়রো স্টেডিয়ামের বাইরে পুলিশের সঙ্গে ফুটবল ভক্তদের সংঘর্ষে অন্তত ১৯জন নিহত হয়েছে। রোববার এ সংঘর্ষের ঘটনা ঘটে।



তবে মিশরের সরকার নিয়ন্ত্রিত আল-এহেরাম পত্রিকার ওয়েবসাইটে বলা হয়েছে, এ সংঘর্ষে অন্তত ৩০জন মারা গেছে।

স্থানীয় ফুটবল দল জামালেক এবং ইনপ্পি’র মধ্যকার ম্যাচের ঠিক আগ মুহূর্তে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফুটবল ম্যাচকে কেন্দ্র করে টিকেট ছাড়া প্রবেশ করতে গেলে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় সাধারণ আইনজীবী তদন্ত কমিটি পাঠিয়েছে। সংঘর্ষে নিহতদের মরদেহ কায়রো হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে তাদের পরিবার এবং স্বজনরা মরদেহ নেওয়ার জন্য অপেক্ষা করছে।

বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।