ঢাকা, শুক্রবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটির কাছে ইরাকি শহর আইএসের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
মার্কিন ঘাঁটির কাছে ইরাকি শহর আইএসের নিয়ন্ত্রণে ছবি: সংগৃহীত

ঢাকা: ইরাকে মার্কিন বিমান ঘাঁটির মাত্র পাঁচ মাইল দূরের একটি শহরে দখলে নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস।

পেন্টাগন জানায়, ইরাকের পশ্চিমাঞ্চল শহর আল-বাগদাদির একটি বড় অংশ নিয়ন্ত্রণে নিয়ে গেছে আইএস।

এর কিছু দূরেই ইরাকি সৈন্যদের প্রশিক্ষণ কেন্দ্র আইন আল-আসাদ অবস্থিত।

শুক্রবার আল-বাগদাদির নিয়ন্ত্রণ নিয়েই আইন আল-আসাদ ঘাঁটিতে আইএস হামলা চালায়। তবে জঙ্গিদের হটিয়ে দেয় মার্কিন সৈন্যরা।

আইএসের নিয়ন্ত্রণে যাওয়ার আগে আনবার প্রদেশের দু’টি শহরের মধ্যে আল-বাগদাদি ছিল একটি যেটি ইরাকি সৈন্যদের দখলে ছিল।

কয়েকমাসের মধ্যে জঙ্গিদের নতুন কোনো শহর দখলে আরেকটি ঘটনা ঘটল।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।