ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সন্ত্রাস নির্মূলে অর্থ সহায়তা দেবে জাপান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
সন্ত্রাস নির্মূলে অর্থ সহায়তা দেবে জাপান

ঢাকা: মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় সন্ত্রাস নির্মূলে এক কোটি ৫৫ লাখ ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাপান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা এ ঘোষণা দেন।



সন্ত্রাস নির্মূলে সহায়তার জন্য গতমাসে প্রস্তাবিত অঙ্কের দ্বিগুণ বাড়িয়ে এ ঘোষণা দিল জাপান।

এদিকে জাপানের এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। জাপানী নাগরিকদের হুমকিও জানিয়েছে জঙ্গী সংগঠনটি।

গত মাসে দুই জাপানী নাগরিককে শিরশ্ছেদ করে আইএস।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।