ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫
আর্জেন্টিনায় ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিহত ৭

ঢাকা: আর্জেন্টিনার উত্তরাঞ্চলের করডোবা রাজ্যে তাণ্ডব চালিয়েছে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এতে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

নিখোঁজ রয়েছেন কয়েকজন। ধ্বংস হয়ে গেছে দেড় হাজার বাড়িঘর। ভেঙে গেছে দু’টি সেতু।

স্থানীয় সময় রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রায় ১২ ঘণ্টা ধরে ঝড় তাণ্ডব চালায়। ঝড় চলাকালে অন্তত ৩২ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ঝড় আর ভারি বৃষ্টিপাতে ভয়ংকর হয়ে তীরের বাড়িঘর ভেঙ নিয়ে যায় অ্যাস্কোচিঙ্গা নদী।

করডোবার গভর্নর হোসে ম্যানুয়েল ডি লা সোটা জানান, ঘূর্ণিঝড়ের আভাসে প্রায় এক হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। তবে ঘূর্ণিঝড়ের তাণ্ডব এদের অর্ধেকেরও বেশির বসতবাড়ি উড়িয়ে নিয়ে গেছে।

রাজধানী বুয়েন্স এইরেস থেকে সাতশ’ কিলোমিটার উত্তর-পশ্চিমের কর্ডোবায় ঘূর্ণিঝড় পরবর্তী উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।