ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমায় নিহত চার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, মার্চ ১, ২০১৫
নাইজেরিয়ায় আত্মঘাতী বোমায় নিহত চার

ঢাকা: নাইজেরিয়ায় এক ‌আত্মঘাতী বোমা হামলায় চারজন নিহত হয়েছে। নিহত চারজনের মাঝে একজন হামলাকারী নিজেই।



নাইজেরিয়ার নিরাপত্তাকর্মীদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় বর্নো অঙ্গরাজ্যের রাজধানী মাইদুগুরি থেকে
৯০ কিলোমিটার দূরবর্তী গ্রাম গামডুতে এ হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, হিজাব পরা দুই নারী একটি যাত্রীবাহী বাসে ওঠার চেষ্টা করছিলো কিন্তু ড্রাইভার তাদের না নিয়ে চলে যায়। বাসটি চলে যাওয়ার কিছুক্ষণের মাঝেই
এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই দুই নারীর একজনের দেহে বোমা ছিলো বলে জানিয়েছেন এক নিরাপত্তাকর্মী।

এ হামলায় ওই হামলাকারী নারী এবং তার সঙ্গী নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন।

এছাড়া এ সপ্তাহের প্রথমদিকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর বিউয়ে অপর এক আত্মঘাতী বোমাহামলায় অন্তত ১৯ জন নিহত এবং ১৭ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মার্চ ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।