ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

‘ফ্রান্সে মুসলিম বিরোধী তৎপরতা প্রশ্রয় দেওয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
‘ফ্রান্সে মুসলিম বিরোধী তৎপরতা প্রশ্রয় দেওয়া হবে না’

ঢাকা: ফ্রান্সে সেমেটিক বিরোধী বা মুসলিম বিরোধী কোনো তৎপরতা প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

বুধবার (১৮ নভেম্বর) দেশব্যাপী দায়িত্বরত মেয়রদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি জাতির প্রতি আতঙ্কিত হয়ে না পড়ার কিংবা অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানোরও আহ্বান জানান।

প্যারিস হামলার মূল হোতা আব্দেলহামিদ আবাউদকে (২৭) ধরতে সেন্ট ডেনিসে ফরাসি নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযান পরিচালনাকালেরই কোনো এক সময় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ফরাসি বাহিনীর ওই অভিযানে দুই জঙ্গি নিহত ও সাতজনকে আটক করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত বা আটকদের মধ্যে আব্দেলহামিদ আবাউদ আছেন কি না, তা শনাক্তের চেষ্টা করছিল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।