ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছুরিকাঘাত ও গুলিতে ৩ ইসরায়েলিসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
ছুরিকাঘাত ও গুলিতে ৩ ইসরায়েলিসহ নিহত ৫ ছবি: সংগৃহীত

ঢাকা: ইসরায়েলের তেল আবিব শহরের কাছে এক ফিলিস্তিনি যুবকের ছুরিকাঘাতে ২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তেল-আবিব শহরের একটি দোকানে প্রবেশের সময় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

খবর: বিবিসি ও আল জাজিরার।

এরআগে পশ্চিম তীরের ইহুদি অধ্যুষিত এতজিওন ব্লকে গোলাগুলির ঘটনায় এক ইসরায়েলির মৃত্যু হয়।

এ সময় এক হামলাকারী ফিলিস্তিনি ও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। পরে হামলাকারীকে আটক করে সাধারণ জনতা।

লুবা সামরি নামে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র জানায়, পুলিশ ওই হামলাকারীর সহযোগীদের খুঁজছে। ২৪ বছর বয়সী ওই হামলাকারী পশ্চিম তীরের ডুরা গ্রাম থেকে এসেছে বলে তিনি জানান।

এদিকে, পুলিশ জানিয়েছে বেথেলহেম শহরের দক্ষিণে এতজিওন ব্লকে তিন ফিলিস্তিনি যুবক একটি যান থেকে ইসরায়েলি একটি গাড়িতে গুলি চালায়। এতে এক ইসরায়েলি, এক মার্কিন ও এক ফিলিস্তিনি নিহত হয়। এ হামলায় আহত হয় আরো সাত ব্যক্তি।

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেটেড: ০২০১ ঘণ্টা, নভেম্বর ২০
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।