ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইয়েমেনে সেনা ব্যারাকে হামলা, দায় স্বীকার আইএস-আল কায়েদার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
ইয়েমেনে সেনা ব্যারাকে হামলা, দায় স্বীকার আইএস-আল কায়েদার

ঢাকা: ইয়েমেনে একটি সেনা ব্যারাকে ও এর নিকটবর্তী একটি এলাকায় পৃথক দু’টি হামলা চালিয়েছে জঙ্গিরা। এসব হামলায় সেনাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।

তবে হামলাটি কোন জঙ্গি সংগঠন পরিচালনা করেছে, তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তির। ইসলামিক স্টেট (আইএস) ও এর প্রতিদ্বন্দ্বি সংগঠন আল কায়েদা, উভয়ই এর দায় স্বীকার করে নিয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) দেশটির হাদ্রামওতের শিবম শহরে হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, টহলের সময় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটালে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়। একই সময় একটি সেনা চেকপোস্টে আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ধারণা করা হচ্ছে, হামলা দু’টো আলাদাভাবে আইএস ও আল-কায়েদা সংশ্লিষ্ট জঙ্গিরা ঘটিয়েছে। এ কারণে দুই জঙ্গি সংগঠনই এগুলোর দায় স্বীকার করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।