ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস দমনে কঠোর জাতিসংঘ, প্রস্তাবনা পাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আইএস দমনে কঠোর জাতিসংঘ, প্রস্তাবনা পাস ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে আরও কঠোর হচ্ছে জাতিসংঘ। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বিশ্ব সংস্থাটির নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।

এর ফলে খুব শিগগির আইএস বিরোধী অভিযানে বর্তমানের চেয়ে দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে দেখা যাবে।

গত ১৩ নভেম্বর প্যারিস হামলার পরিপ্রেক্ষিতে এ প্রস্তাবনা পাস হলো নিরাপত্তা পরিষদে। ওই হামলায় শতাধিক নিহত ও সাড়ে তিন শতাধিক আহত হন। পরে আইএস এ হামলার দায় স্বীকার করে নেয়।

প্রস্তাবনাটি জাতিসংঘে উপস্থাপন করে ফ্রান্স। এতে আইএস দমনে ‘প্রয়োজনীয় সব’ পদক্ষেপ নিতে প্রস্তাব করা হয়।

জাতিসংঘের ২২৪৯ নম্বর প্রস্তাবনাটিতে তিউনিসিয়ার সউসে ও তুরস্কের আঙ্কারায় হামলারও তীব্র নিন্দা জানানো হয়।

এ সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইরাক ও সিরিয়ায় গেঁড়ে বসা আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনকে সমূলে উৎপাটন করতে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানায়।

তবে এই প্রস্তাবনায় জাতিসংঘের ‘সপ্তম অধ্যায়’য়ের ব্যাপারে কিছু বলা হয়নি। কোনো ইস্যুতে এই অধ্যায় অন্তর্ভূক্ত করা হলে সেনাবাহিনী ব্যবহারে আইনানুগ আর কোনো বাধা থাকে না।

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।