ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচন

আর্জেন্টিনায় কির্চনার যুগের অবসান, রক্ষনশীলদের উত্থান

আন্তর্জাডতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আর্জেন্টিনায় কির্চনার যুগের অবসান, রক্ষনশীলদের উত্থান ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত দফার ভোটে প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনার সমর্থিত প্রার্থীকে পরাজিত করেছেন বিরোধী রক্ষণশীল প্রার্থী মারিসিও মাকরি। এর মাধ্যমে দেশটির টানা ১২ বছরের বামপন্থি শাসনের অবসান ঘটলো।



রোববারের দ্বিতীয় দফার ‘রান অফ’ ভোটে বিজয়ের পর মাকরি দেশের জন্য সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন।

আর্জেন্টিনার নির্বাচন কমিশন জানিয়েছে বিজয়ী প্রার্থী মাকরি পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। অপরদিকে পরাজিত প্রার্থী আর্জেন্টিনার সাবেক ভাইস প্রেসিডেন্ট দানিয়েল সিউলি পেয়েছেন ৪৭ শতাংশ ভোট।

অবশ্য গত অক্টোবর মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে রাজধানী বুয়েন্স আয়রেসের মেয়র মারিসিও একই প্রদেশের গভর্নর সিউলির কাছে পরাজিত হন। সেই ভোটে কোনো প্রার্থীই প্রয়োজনীয় ৪৫ শতাংশ ভোট পেতে ব্যর্থ হন। সিউলি ওই নির্বাচনে ৩৫ শতাংশ এবং মাকরি ৩৪ শতাংশ ভোট পেয়েছিলেন। ফলে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোট।  

মাকরির জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনায় দেশটির প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্ডেজ ডি কির্চনার এবং তার পরলোকগত স্বামী নেস্টর কির্চনারের মধ্যবামপন্থি যুগের অবসান ঘটলো।

নির্বাচনের আগে মাকরি কির্চনারের বাম ঘরানার অর্থনৈতিক নীতির অবসান ঘটিয়ে আরও ব্যবসা বান্ধব অর্থনৈতিক নীতির প্রতিশ্রুতি দিয়েছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।