ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিস্তিনি শিশুদেরও জেলে ঢোকানোর পরিকল্পনা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
ফিলিস্তিনি শিশুদেরও জেলে ঢোকানোর পরিকল্পনা ইসরায়েলের ছবি: সংগৃহীত

ঢাকা: সাম্প্রতিক সহিংসতাকে সামনে রেখে এবার ফিলিস্তিনি শিশুদেরও জেলে ঢোকানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। এরই অংশ হিসেবে একটি খসড়া আইনের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।



আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন এ আইনটি পাস হলে ১২ বছর বা তদুর্ধ্ব বয়সী শিশুদেরও কারাদণ্ড দিতে পারবে ইসরায়েল। জাতিয়তাবাদী সহিংসতায় অংশ নেওয়া ফিলিস্তিনি শিশু, যাদের বিরুদ্ধে হত্যা, হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া যাবে, তাদের আটক করে আদালতে হাজির করতে পারবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য এখন ইসরায়েলের পার্লামেন্টে পাঠানো হবে বলে জানানো হয়েছে খবরে।

মানবাধিকার সংগঠনগুলো এ আইনের সমালোচনা করে বলেছে, প্রস্তাবিত আইনটি দখলকৃত পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শিশু ও ইসরায়েলের বিভিন্ন শহর ও নগরে বসবাসরত দেশটির নাগরিকত্বধারী ফিলিস্তিনি শিশুদের ক্ষেত্রে বলবৎ হবে।

বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী, পূর্ব জেরুজালেমে বসবাসরত ১৪ বছরের কম বয়সী শিশুদের কারাদণ্ড দেওয়ার বিধান নেই ইসরায়েলের আইনে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।