ঢাকা: যুক্তরাজ্যের পর এবার সিরিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযান শুরু করতে চলেছে জার্মানিও। দেশটির পার্লামেন্ট এ ব্যাপারে একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
শুক্রবার (০৪ ডিসেম্বর) প্রস্তাবটি ৪৪৫-১৪৬ ভোটে জার্মান পার্লামেন্টে অনুমোদন পায়।
এ অনুমোদনের ফলে জার্মানি আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে টর্নেডো স্পাই জেট, ট্যাংকার এয়ারক্রাফটসহ সর্বোচ্চ ১২০০ সেনা পাঠাবে সিরিয়ায়। প্লেনবহর পূর্ব ভূমধ্যসাগরে সিরীয় উপকূলে অবস্থানরত ফরাসি বিমানবাহী রণতরী চার্লস দ্য গল-এর সঙ্গে যোগ দেবে। তবে এগুলো সরাসরি কোনো অভিযানে এখনই অংশ নেবে না।
এছাড়া, আগামী সপ্তাহ নাগাদ দু’টি জার্মান টর্নেডো জেট ও ট্যাঙ্কার জেট তুর্কি ইনকারলিক বিমানঘাঁটিতে পাঠানো হবে। তবে এগুলো আগামী মাস থেকে অভিযান শুরু করবে। এছাড়া জার্মান একটি ফ্রিগেটও অংশ নেবে এই অভিযানে।
গত ২৫ নভেম্বর দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে সাক্ষাতের সময় আইএস দমনে সাহায্যের আবেদন জানান ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। এ সময় চ্যান্সেলর সাহায্যের আশ্বাস দিয়ে বলেন, এজন্য সংসদের অনুমোদন প্রয়োজন।
এদিকে, বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) থেকে সিরিয়ায় আইএস বিরোধী অভিযান শুরু করেছে যুক্তরাজ্য। স্থানীয় সময় গত বুধবার (২ ডিসেম্বর) আইএসের ওপর হামলার প্রস্তাবটি ৩২৭-২২৩ ভোটে পাস হয় যুক্তরাজ্যের পার্লামেন্টে।
অনুমোদনের ৫৭ মিনিটের মাথায় রয়্যাল এয়ারফোর্সের (আরএএফ) চারটি টর্নেডো জেট সিরিয়ায় আইএসের স্থাপনাগুলোয় সফল হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫/আপডেট: ১৭১৫ ঘণ্টা
আরএইচ
** অনুমোদনের ৫৭ মিনিটের মাথায় সিরিয়ায় হামলা যুক্তরাজ্যের
**সিরিয়ায় যুদ্ধবিমান পাঠাবে জার্মানি