ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দিল্লিতে জোড়-বেজোড় নম্বরের গাড়ি চলবে পৃথক দিনে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
দিল্লিতে জোড়-বেজোড় নম্বরের গাড়ি চলবে পৃথক দিনে ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রমবর্ধমান দূষণ মোকাবেলায় অভিনব এক পথে হেঁটেছে দিল্লির কেজরিওয়াল সরকার। আর এ সিদ্ধান্তের ফলে দিল্লির মহাসড়কগুলোয় একদিন যদি জোড় সংখ্যার লাইসেন্স নম্বরধারী গাড়ি দেখা যায়, তবে পরবর্তী দিন দেখা যাবে বেজোড় সংখ্যার নম্বরধারী গাড়ি।



শুক্রবার (০৪ ডিসেম্বর) মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এ বৈঠক শেষেই ঘোষণাটি আসে। তবে এ সিদ্ধান্ত শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য হবে। পাবলিক যানবানহগুলো এর আওতার বাইরে থাকবে বলে জানিয়েছে সরকার।

কেজরিওয়াল মন্ত্রিসভার এ বৈঠকে বদরপুর কয়লা বিদ্যুৎকেন্দ্র বন্ধেরও সিদ্ধান্ত হয়।

এর আগে বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) ‘দিল্লিবাসী গ্যাস চেম্বারের মধ্যে বাস করছে’ বলে মন্তব্য করে হাইকোর্ট। এ সময় ২১ ডিসেম্বরের মধ্যে সরকারকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত।

এর আগে বেশ কয়েকবার দিল্লিতে দূষণরোধে পদক্ষেপের আহ্বান জানায় হাইকোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (এনজিটি)।

কেজরিওয়াল সরকারের এ সিদ্ধান্ত নতুন বছরের প্রথম দিন থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে। এর ফলে রাজ্যের যানবাহনজনিত দূষণের হার অর্ধেকে নেমে আসবে বলে আশা করছে সরকার। তবে কিভাবে এ সিদ্ধান্তের বাস্তবায়ন হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

এক হিসাবে জানা গেছে, দিল্লির সড়কে প্রতিদিন এক হাজার চারশ নতুন ব্যক্তিগত গাড়ি নামছে। গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছিলো, দেড় কোটি মানুষের নগরী দিল্লি বিশ্বের সবচেয়ে দূষিত স্থান।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫/আপডেট: ১৮২৩ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।