ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লেবাননে আত্মঘাতী বিস্ফোরণে নিহত তিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
লেবাননে আত্মঘাতী বিস্ফোরণে নিহত তিন

ঢাকা: লেবাননের রাজধানী বৈরুতে পুলিশি অভিযানের সময় সন্দেহভাজন এক জঙ্গির আত্মঘাতী বিস্ফোরণে তিনজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন।

শনিবার (০৫ ডিসেম্বর) বৈরুতের উত্তরাঞ্চলে দার আমার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোয়।



খবরে বলা হয়, শনিবার ভোরে সেনাসদস্যরা সন্দেহভাজন এক জঙ্গিকে ধরতে দার আমার এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ওই বিস্ফোরণকারী, তার মা ও ভাইঝি নিহত হন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন সেনাসদস্যও।

তবে ওই জঙ্গি কোন সংগঠনের সদস্য, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।